শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ শিশুর, আহত ১০


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৫.২০২২

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় খেত থেকে বাদাম তোলার সময় বজ্রপাতে তিন শিশু নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। উপজেলার সুন্দর পাহাড়ি গ্রামের পাশে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো—সুন্দর পাহাড়ি গ্রামের কৃষক আব্দুল হালিমের মেয়ে তাওহিদা বেগম, ফজর আলীর মেয়ে রিপা বেগম ও আবুল আজিজের ছেলে আমিরুল। তাদের সবার বয়স ১১ বছরের আশপাশে বলে জানা গেছে।

এরই মধ্যে গুরুতর আহত ব্যক্তিদের বাদাঘাট, তাহিরপুরে এবং সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, পাহাড়ি ঢল বাদাম খেত ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এ অবস্থায় সুন্দর পাহাড়ি গ্রামের বাদাম চাষিরা পরিবারের শিশু ও নারীদের সবাইকে নিয়ে বাদাম তুলতে যান। এর মধ্যে গতকাল দুপুর ১২টার দিকে ঝড়ের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই শিশু তাওহিদা বেগম, রিপা বেগম ও আমিরুলের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে।

ইউপি চেয়ারম্যান জানান, ব্যক্তিগতভাবে নিহত শিশুদের পরিবারের হাতে পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি