বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পদ্মা নদীতে ধানবোঝাই ট্রলার ডুবি: ২ শ্রমিক নিখোঁজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৫.২০২২

ডেস্ক রিপোর্ট:

মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট বরাবর পদ্মা নদীর মাঝে ঝড়ে পড়ে সাড়ে তিনশো মণ ধান নিয়ে একটি মালবাহী ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। এ ঘটনায় দু’জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার সকাল ৬ টায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে মাওয়া থেকে শিবচরগামী ধান বোঝাই ট্রলারটি ডুবে যায়।

জানা গেছে, ট্রলারে ১৫ জন শ্রমিক ছিলো। এতে ১৫ জন শ্রমিকের মধ্যে ২ জন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ২ জন হচ্ছেন হেলাল (৩৮) ও কাজল (২৮)। মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, ১৫ জনের মধ্যে ১৩ জন সাঁতরে আশেপাশের ট্রলারের মাধ্যমে উদ্ধার হয়েছে। বাকি ২ জনকে পাওয়া যাচ্ছে না। ফায়ার সার্ভিসের সদস্যরা এসেছে। তবে, ট্রলারটি এখনও উদ্ধার হয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি