বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বিএনপি’র কার্যালয়ে হামলার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৫.২০২২

স্টাফ রিপোর্টার

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা বিএনপি’র কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

বুধবার বিকেলে উপজেলা ছাত্রলীগের মিছিলের শুরুতে ছাত্রলীগের পূর্বঘোষিত কর্মসূচী চলাকালীন সময়ে এ হামলার ঘটনা ঘটে।

দলীয় কার্যালয়ে হামলার কিছুক্ষনের মধ্যেই গ্রুেপিং ভুলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পাল্টা বিক্ষোভ মিছিল বের করে। এসময় চৌদ্দগ্রাম বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলা কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা এবং সংসদ সদস্য মুজিবুল হকের কার্যালয়ের সামনে আ’লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। পাল্টাপাল্টি মিছিলের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রনে চৌদ্দগ্রাম থানা পুলিশ বাজারে অবস্থান নিয়েছে বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা।

জয়বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা বিএনপি’র কার্যালয়ে হামলা করেছে বলে অভিযোগ করে উপজেলা বিএনপি’র সভাপতি কামরুল হুদা বলেন, ছাত্রলীগের মিছিল থেকে একটি গ্রুপ তালা ভেঙ্গে কার্যালয়ে প্রবেশ করে অফিসের চেয়ার, টেবিল, আলমিরা, টেলিভিশন, অন্যান্য আসবাবপত্র, জিয়া পরিবারের ছবি ভাংচুর করে।

তবে বিষয়টি অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজ এবং সাধারণ সম্পাদক কায়সার হানিফ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নৈরাজ্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক জুয়েল কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি করে বক্তব্যের প্রতিবাদে উপজেলা ছাত্রলী ছাত্রলীগ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল আয়োজন করে এবং শান্তিপূর্ণভাবে শেষ করে চৌদ্দগ্রাম বাজার ত্যাগ করে। দিনের আলোতে হামলা এবং ভাংচুর করা হয়েছে এমন প্রশ্নে তারা জানান, চৌদ্দগ্রাম বিএনপি নিজেরাই বিভিন্ন গ্রুপিংয়ে জড়িত। হয়তো অপর গ্রুপটি হামলা চালিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম ছুট্টু জানান, ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে তাৎ’ক্ষনিক বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চৌদ্দগ্রাম বাজারে অবস্থান নিয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে। আগামীতে ছাত্রলীগের যে কোন নৈরাজ্যের জবাব দিতে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি