শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘মারিউপোলের ১৬ হাজার বাসিন্দাকে গণকবর দিয়েছে রাশিয়া’


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৫.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের মারিউপোল শহরের মেয়র ভাদিম বয়চেঙ্কো জানিয়েছেন, রুশ সেনারা ওই অঞ্চলটির অন্তত ১৬ হাজার বাসিন্দাকে গণকবর দিয়েছেন। তাদের স্তারি ক্রিম, মানহাশ ও ভিনোরাদনে গ্রামের নিকটবর্তী গণকবরে সমাহিত করা হয়েছে।

মারিউপোলের মেয়র আরও জানান, মধ্য এপ্রিল থেকে এখন পর্যন্ত স্তারি ক্রিম গ্রামের সমাধি ক্ষেত্রে ২৫ টি গর্তের সন্ধান পাওয়া গেছে। তার দাবি, কয়েক ধাপে এসব গর্তে মরদেহ সমাহিত করা হয়েছে। এর পর সেগুলোকে এক ব্যক্তির কবর হিসেবে দেখিয়ে নামফলক লাগানো হয়েছে।

ভাদিম বয়চেঙ্কো আরও বলেন, আমাদের হিসাব মতে মারিউপোলে ২২ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে তথ্যমতে, পরিস্থিতি আরও ভয়ঙ্কর।

এই মেয়র আরও দাবি করেন, ধ্বংসস্তূপের মধ্যে এখনও হাজারও লাশ চাপা পড়ে আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি