শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নোয়াখালীতে পৃথক ঘটনায়  প্রবাসীর মেয়েসহ ২ জনের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৬.২০২২

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীতে পৃথক দুটি ঘটনায় এক প্রবাসীর মেয়ে ও এক ক্যাবল অপারেটরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে প্রবাসীর মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার বিকালে ক্যাবল অপারেটরের মৃত্যুর ঘটনায় কবিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিহত জান্নাতুল ফেরদৌস রিয়া (১৪) সোনাইমুড়ী উপজেলার মোটুবী গ্রামের মুন্সি বাড়ির সৌদি প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে এবং নিহত মো. আবুল কাসেম সোহাগ (২৬) কবিরহাট উপজেলার বড় রামদেবপুর গ্রামের মো. হাফিজ উল্যাহ ওরফে ছুট্টি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার বিকাল থেকে সন্ধ্যার দিকে রিয়া পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে খবর পাওয়া যায়। নিহতের মা পারভিন ঘটনার সময় ছনগাও তার বাবার বাড়িতে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিহতের মা বাড়িতে এসে মেয়েকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে মেয়ের শয়ন কক্ষের দরজা ভেঙে ঢুকে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখেন।

তাৎক্ষণিক পুলিশ এবং নিহতের পরিবার আত্মহত্যার কোনো কারণ নিশ্চিত করতে পারেনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশ আরো জানায়, নিহত সোহাগ কুমিল্লা ক্যাবল অপারেটরের চাকরি করেন। গত ১ জুন সে বাড়ি বেড়াতে আসে। গতকাল শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে বাড়ির বসত ঘরের পাশে থাকা মুরগীর ফার্ম থেকে ফ্রিজে বৈদ্যুতিক তার সংযোগ দেওয়ার জন্য, মুরগীর ফার্মের দিকে যাওয়ার পথে, পুকুর পাড়ের মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে পা বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় কবিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশীদ ও কবিরহাট ওসি মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারা আরও জানায়, এসব ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি