শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ডিপোতে অগ্নিকান্ডে চোখে আঘাতপ্রাপ্ত ৬৩ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৬.২০২২

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ৬৩ জনের চোখ আঘাতপ্রাপ্ত হয়েছে। তাদের মধ্যে ছয় জনের চোখের সমস্যা গুরুতর। তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সংবাদ সম্মেলনে চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, চোখে আঘাত পাওয়া ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রয়োজন। এর মধ্যে একজনকে দেশের বাইরে পাঠানো হতে পারে।

এর আগে গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ৩৯ জন। অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত ১৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১০ কর্মীসহ ৪৩ জন নিহত হয়েছে। তবে চট্টগ্রাম জেলা প্রশাসন ও স্থানীয় সিভিল সার্জনের কাযালয় রবিবার রাতে মৃতের সংখ্যা ৪৯ বলেছে। সোমবার তারা বলেছে, গণনার সময় ভুল হয়েছিল, মৃত মানুষের প্রকৃত সংখ্যা ৪১ হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি