শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


প্যারালাইসিসে আক্রান্ত জাস্টিন বিবার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০২২

বিনোদন ডেস্ক:

আমেরিকান পপ সঙ্গীতশিল্পী জাস্টিন বিবার বিরল র‍্যামসে হান্ট সিন্ড্রোমে আক্রান্ত। এক কানের পাশের স্নায়ুতে ভাইরাস সংক্রমণের ফলে মুখের একপাশ প্যারালাইজড তার। ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে নিজেই এ খবর জানিয়েছেন ভক্তদের। কান ও মুখের স্নায়ুতে সংক্রমণের ফলে মুখের ডান দিক প্যারালাইজড হয়ে যাওয়ায় এখন ডান চোখের পলকও ফেলতে পারেন না ঠিক মতোন, মুখের ডান দিক নাড়াচাড়াও করতে পারেন না।

বিগত কিছুদিনে বেশ কিছু শো বাতিল করেছিলেন তিনি। তার ব্যাখ্যা দিতেই নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন ভিডিওটিতে। সেখানে তিনি বলেন. এটি বেশ গুরুতর, দেখতেই পাচ্ছেন। এমনটা না হলেই ভালো হতো, কিন্তু শরীর বলছে এখন আমার একটু থামতে হবে। চিকেনপক্স সংক্রমণ ঘটায় ওই একই ভাইরাসের কারণেই র‍্যামসে হান্ট সিন্ড্রোম হয়। চিকেনপক্স সেরে গেলেও এ রোগ থেকে যেতে পারে, কয়েক বছর পরেও এ রোগ হতে পারে।

প্যারালাইসিস ছাড়াও এর কারণে শরীরে র‍্যাশ হয়, শ্রবণশক্তি কমে যেতে পারে। চিকেনপক্স হয়েছে এমন যে কোনো মানুষের এ রোগ হতে পারে। তবে ষাটোর্ধ্ব বয়সীদের মধ্যে বেশি দেখা যায় রোগটি। এই বিরতির সময়টা বিশ্রাম নিয়ে নিজের শতভাগ নিয়ে ফিরবেন বলে আশা করছেন এ পপ তারকা। স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে মুখের কিছু এক্সারসাইজ করছেন তিনি। এখনো বলা যাচ্ছে ঠিক কবে নাগাদ সুস্থ হতে পারেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি