শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইউক্রেন যুদ্ধের মধ্যেও ইরানের তেল বিক্রি বেড়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অব্যাহত থাকার কারণে পরিবর্তন আনার পরও তেল বিক্রি তুলনামূলকভাবে উচ্চ পর্যায়ে রয়েছে বলে দাবি করেছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংস্থা আইআরএনএ ও দেশটির দৈনিক সংবাদপত্র ‘ইরান’ পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ইরান এখন প্রতিদিন এক মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেল এবং ঘনীভূত গ্যাস রপ্তানি করছে।

সামগ্রিকভাবে ২১ মে শেষ হওয়া চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম ২ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ইরান ৪০ শতাংশ বেশি অপরিশোধিত তেল, অমৌলিক তেল, প্রাকৃতিক গ্যাস এবং ঘনীভূত গ্যাস বিক্রি করেছে বলে ওই সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার বলেছেন, কঠোর মার্কিন নিষেধাজ্ঞার পরও রাইসি প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম কয়েকমাসে তেল বিক্রি ৪০ শতাংশ বেড়েছে। যদিও এ ব্যাপারে বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা থেকে বিরত রয়েছে রাইসি প্রশাসন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি