শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ফেনীতে বাস ও অটোরিকশা মুখোমুখী সংঘর্ষে নিহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৬.২০২২

ডেস্ক রিপোর্ট:

ফেনীতে চাকা পাংচার হয়ে একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুন) সকালে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের কালীদহ ইউনিয়নের চালতাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের উত্তর ধলিয়া এলাকার আবুল কালামের ছেলে মো. নুরুজ্জামান (৪২) ও গোবিন্দপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে উম্মে হাবিবা শারমিন (১৩)। শারমিন গোবিন্দপুর মহিলা মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার সকালে মহিপাল থেকে ছেড়ে আসা কাজিরহাটগামী একটি যাত্রীবাহী বাস লাল পোল পার হয়ে চালতাতলী এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের একটি চাকা পাংচার হয়ে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় নুরুজ্জামান ও শারমিনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শারমিনের মৃত্যু হয়।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি