শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা


ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৬.২০২২

ডেস্ক রিপোর্ট:

ভার‌তের রাষ্ট্রপ‌তি রামনাথ কো‌বিন্দ ও প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি‌কে বি‌শেষ উপহার হিসেবে ১২০০ কে‌জি আম পা‌ঠি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

শুক্রবার দি‌ল্লি‌তে এসব আম তা‌দের কা‌ছে পৌঁ‌ছে দি‌য়ে‌ছে বাংলা‌দেশ হাইক‌মিশন।

গত বছর থে‌কে শেখ হা‌সিনা ম্যা‌ঙ্গো ডি‌প্লোম্যা‌সি শুরু ক‌রে‌ছেন। ওই বছ‌রেও ভার‌তের রাষ্ট্রপ‌তি ও প্রধানমন্ত্রী‌কে হা‌ড়িভাঙ্গা আম পা‌ঠি‌য়ে‌ছি‌লেন। বাংলা‌দেশ ও ভার‌তের ম‌ধ্যে জ‌য়েন্ট ওয়া‌র্কিং গ্রু‌পের (জে‌সি‌সি) ‌বৈঠ‌কের এক‌দিন আগে আম পাঠা‌লেন প্রধানমন্ত্রী।

জে‌সি‌সি বৈঠ‌কে যোগ দি‌তে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মো‌মেন শ‌নিবার দি‌ল্লি যা‌চ্ছেন। রোববার দি‌ল্লি‌তে জে‌সি‌সি বৈঠক অনু‌ষ্ঠিত হ‌বে।

‌জে‌সি‌সি বৈঠ‌কে দ্বিপক্ষীয় সম্প‌র্কের সা‌র্বিক বিষয়া‌দিসহ প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার আসন্ন ভারত সফ‌রের বিষ‌য়ে আলোচনা হ‌বে ব‌লে ধারণা করা হ‌চ্ছে। ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি সম্প্র‌তি দেশ‌টির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্ক‌রের মাধ্য‌মে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে ভারত সফ‌রের আমন্ত্রণ জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি