শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৬.২০২২

ডেস্ক রিপোর্ট:

ময়মনসিংহের ভালুকায় খিরু নদীতে সাঁতার কাটতে গিয়ে আবু নাঈম (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুরে উপজেলার ঝালপাজা গ্রামে। মৃত নাঈমের ঝালপাজা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পাশের শ্রীপুর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মো. ফারুক মিয়ার একমাত্র ছেলে আবু নাঈম একই গ্রামের মুর্শেদ মিয়ার ছেলে রাতুলেকে নিয়ে পাশের খিরু নদীতে ঝালপাজা ব্রীজের পাশে সাঁতার কাটতে নামেন। এসময় রাতুল উপরে উঠে আসলেও নাঈম পানিতে ডুবে যান। খোঁজ পেয়ে স্থানীয় লোকজন নাঈমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝালপাজা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃত নাঈম ছিল তার বাবার একমাত্র সন্তান এবং খুবই মেধাবী ছাত্র।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি