শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় আরেকটি নির্বাচন, ৩০ পদে প্রার্থী ৭১


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৬.২০২২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ১০ দিন পর নগরীতে আরেকটি জমজমাট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী শনিবার কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ৩০ পদে অংশ নিচ্ছেন ৭১ জন প্রার্থী। ভোটার ৫ হাজার ১১২ জন।
বাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে রঙিন পোস্টারে ছেয়ে গেছে টার্মিনাল। এ নিয়ে উৎসবের আমেজ বিরাজ করছে শ্রমিকদের মধ্যে। ভোটগ্রহণ হবে জাঙ্গালিয়া বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে।

সর্বশেষ ২০১৩ সালে কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন হয়েছিল। আগামী তিন বছরের জন্য নিবন্ধন নং চট্টগ্রাম-২০২৬ সংগঠনের সদস্যরা ভোট দিবেন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, সভাপতি পদে লড়াই করছেন দোয়াত কলম প্রতীকে মোহাম্মদ আলী, চেয়ার প্রতীকে মো. আজাদ মিয়া, ছাতা প্রতীকে জামাল উদ্দিন।

সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকে কাজী মোতাহার হোসেন, আনারস প্রতীকে মো. কামাল হোসেন খন্দকার। কার্যকরী সভাপতি পদে নির্বাচন করছেন মো. মাসুদুর রহমান লিটন, আজাদ হোসেন।

তিনটি সহ-সভাপতি পদে লড়ছেন মো. আবাদ, মো. রফিকুল ইসলাম, মো. একরাম হোসেন, মো. ইউনুছ মিয়া, মো. ফিরোজ মিয়া, নাজমুল ইসলাম শামীম, মো. আবদুল মজিদ, মো. মনির হোসেন।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আবদুল বারেক ও মো. আমিনুল ইসলাম। সহ সাধারণ সম্পাদক পদে তিনটি পদের জন্য লড়াই করছেন মো. সহিদ মিয়া, মো. বাহার উদ্দিন, আবদুল জলিল, মো. হানিফ মিয়া, মো. আনোয়ার হোসেন, মো. আবদুল কাদের।

সাংগঠনিক সম্পাদক পদে আল-আমিন, মো. মিন্টু মিয়া, মো. বাবুল মিয়া। সহ-সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মো. শরীফ হোসেন সরকার। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. কামাল, শহিদুল ইসলাম, ফারুক আহাম্মদ, আসলাম মিয়া। সহ-দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান ও মো. ফারুক আহাম্মদ সুমন। প্রচার সম্পাদক পদে খোরশেদ আলম, আবদুল হক, মো. বিপ্লব। সহ-প্রচার সম্পাদক পদে মো. নাছির উদ্দিন ও বাচ্চু মিয়া।

আইন বিষয়ক সম্পাদক পদে মো. কামাল হোসেন ও ফেরদৌস আহাম্মদ। কোষাধ্যক্ষ পদে কাজী মুনছুর খান, মো. মজিবুর রহমান, মো. জসিম উদ্দিন। সহ-কোষাধ্যক্ষ মো. নাজমুল আশরেক, মো. রাশেদুল ইসলাম। লাইন সম্পাদকের দুটি পদে আবুল কালাম, মো. জাকির হোসেন, মো. মফিজ মিয়া। সমাজ কল্যাণ সম্পাদক পদে আক্তারুজ্জামান ও মো. জুয়েল। এছাড়াও আটটি সদস্য পদের জন্য লড়াই করছেন ২২ জন।

ইউনিয়নের সদস্য ট্রাকচালক ও ট্রাকমালিক মো. ফজল হক বলেন, আমি ২০ বছর এ ইউনিয়নের সদস্য। এ নিয়ে তিনটি নির্বাচন হচ্ছে। আমরা চাই যারা শ্রমিকের কল্যাণে কাজ করবে তারা নির্বাচিত হোক। রোডে বিপদে পড়লে যেন তারা পাশে থাকে।

সভাপতি প্রার্থী দোয়াত কলম প্রতীকের মোহাম্মদ আলী বলেন, ২৫ তারিখ আমাদের ঈদের দিন। বিভিন্ন স্থানে থাকা ভোটাররা এদিন একত্রিত হবেন। শান্তিপূর্ণ ভোট হলে বিজয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি।

কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন কমিশনার আমানত হোসেন বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি শেষ। ২৩ জুন রাত ১২টায় প্রচারণা শেষ হবে। ২৫ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি