শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সন্তানকে বাচাঁতে পানিতে ঝাপ দিয়ে মারা গেলেন মা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৬.২০২২

ডেস্ক রিপোর্ট:

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জুরাইল হাওরে ঘুরতে গিয়ে পানিতে পড়ে যাওয়া সন্তানকে বাঁচাতে ঝাপ দিয়েছিলে জুলেখা বেগম (৩২)।

তবে সন্তান বাঁচলেও পানিতে ডুবে নিজেই মারা গেছেন মা জুলেখা। এই ঘটনায় তার পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জুলেখা উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের হারেছ মিয়ার স্ত্রী।

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার সকালে বন্যার পানিতে বেড়ানোর জন্য নাজমুন্নাহার ও সন্তানদের নিয়ে ডিঙ্গি নৌকা যোগে জুড়াইল হাওরে যান জুলেখা বেগম। এ সময় জুলেখা বেগমের কন্যা তানজিনা (৭) ডিঙি নৌকা থেকে পানিতে পড়ে গেলে নৌকা ডুবে যায়।

পরে সন্তানকে বাঁচাতে জুলেখাও পানিতে ঝাপিয়ে পড়েন। অবশেষে সন্তানকে উদ্ধার করতে পারলেও জুলেখা পানিতে ডুবে যান। তাকে স্বজনরা মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

ওসি তদন্ত আরও জানান, জুলেখা বেগমের স্বামী ঢাকা থেকে রওনা হয়েছেন। বাড়িতে আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এমন খবরে ঘটনাস্থলে গিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মাহমুদা বেগম, কেন্দুয়া থানার পুলিশ, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি