বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক ভিডিও করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে


পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক ভিডিও করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৬.২০২২

ডেস্ক রিপোর্টঃ

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা যুবক বায়েজিদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ জুন) শরীয়তপুরের চিফ জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সালেহুজ্জামান এ আদেশ দেন।

শরীয়তপুর আদালতের কোর্ট পরিদর্শক মো. জাহাঙ্গীর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়েজিদকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়।

তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ।

বায়েজিদের গ্রামের বাড়ি পটুয়াখালী।

শনিবার (২৫ জুন) বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। রোববার (২৬ জুন) ভোর থেকেই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি