রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ ও কিংবদন্তি সুরস্রষ্টা আলম খান আর নেই


জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ ও কিংবদন্তি সুরস্রষ্টা আলম খান আর নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৭.২০২২

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ (৭৫) আর কিংবদন্তি সুরস্রষ্টা আলম খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৮ জুলাই) সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন শর্মিলী আহমেদ । এদিকে বেলা ১১টা ৩২ মিনিটে মারা গেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সংগীত পরিচালক আরমান খান।

জানা যায়, শর্মিলী আহমেদ অনেকদিন ধরেই অসুস্থ। আজ সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মারা যান তিনি।

১৯৪৭ সালে জন্ম নেওয়া এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয় শুরু করেন মাত্র চার বছর বয়সে। ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী।

পরবর্তীতে ছোট পর্দায় মা, দাদি কিংবা ভাবির চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন।

এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও দেড়শ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এদিকে বাংলা সিনেমার গানে অবিস্মরণীয় নাম আলম খান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য কালজয়ী গান সৃষ্টি করেছেন। একাধারে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন তিনি।

আলম খানের জন্ম ১৯৪৪ সালের ২২ অক্টোবর সিরাজগঞ্জের বানিয়াগাতি গ্রামে। ঢাকার সিদ্ধেশ্বরী স্কুল থেকে মেট্রিক পাস করেন তিনি। এই স্কুলে থাকা অবস্থায় গানের প্রতি আগ্রহী হন এবং মায়ের উৎসাহে তিনি গানের চর্চা শুরু করেন। এরপর বাবাও সমর্থন দেন। তার ছোট ভাই ছিলেন বাংলাদেশের কিংবদন্তি পপ শিল্পী আজম খান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি