শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতে বেড়াতে গিয়ে পাহাড় থেকে পড়ে নিহত বাংলাদেশি তরুণী, মরদেহ হস্তান্তর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৭.২০২২

ডেস্ক রিপোর্ট:

ভারত ভ্রমণে গিয়ে পাহাড় থেকে পড়ে নিহত বাংলাদেশি তরুণী সোহরত জাহানের (২৬) মরদেহ বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন।

শনিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে। নিহত তরুণী ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার মুনশি শাহজাহানের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান জানান ,গত ৮ জুলাই সোহরত জাহান ও তার তিন-চারজন বন্ধু মিলে সিলেটের তামাবিল দিয়ে ভারতের মেঘালয় ভ্রমণে যান। ১৫ জুলাই তারা ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসি হিলস জেলার চেরাপুঞ্জি এলাকার পর্যটন স্পটের একটি ঝরনার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে যান সোহরত। অসাবধানতাবশত পা পিছলে পাহাড় থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরবর্তীতে মেঘালয় রাজ্য পুলিশ সেখান থেকে সোহরতের মরদেহ উদ্ধার করে। দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে শনিবার (১৬ জুলাই) সন্ধ্যায় মরদেহটি তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আনা হয়। পরবর্তীতে অন্যান্য প্রক্রিয়া শেষে মরদেহটি তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি