রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » সম্পত্তির লোভে বাবাকে বেঁধে পিটিয়ে পাগল বানিয়ে মানসিক হাসপাতালে পাঠালেন ছেলেরা


সম্পত্তির লোভে বাবাকে বেঁধে পিটিয়ে পাগল বানিয়ে মানসিক হাসপাতালে পাঠালেন ছেলেরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০২২

ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় মোহাম্মদ উল্যাহ (৬০) নামের এক বৃদ্ধকে হাত-পা শেকলে বেঁধে মারধর করে পাগল সাজিয়ে মানসিক হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে তার স্ত্রী ও চার ছেলের বিরুদ্ধে। শুক্রবার ( ২২ জুলাই) ভোরে তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়। মোহাম্মদ উল্যাহ জেলার রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের স্টিল ব্রিজ এলাকার বাসিন্দা।

ঘটনাটিকে অমানবিক উল্লেখ করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে এলাকাবাসী থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ লিখিত অভিযোগ গ্রহণ করেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তবে পুলিশ বলছে, এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, মোহাম্মদ উল্যাহ দীর্ঘ ২২ বছর প্রবাসে ছিলেন। সেখানে তিনি যা উপার্জন করতেন তা পরিবারের কাছে পাঠাতেন। প্রবাস থেকে চার বছর আগে দেশে ফেরেন তিনি। আসার পর স্ত্রী ও চার ছেলে মাসুদ, আলমগীর, উজ্জ্বল ও জাহাঙ্গীরের কাছে পাঠানো অর্থের হিসাব চান। এরপর থেকেই তার ওপর চলে অমানবিক নির্যাতন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার ( ২২ জুলাই) ভোর রাতে মোহাম্মদ উল্যাহকে হাত-পা শিকলে বেঁধে অজ্ঞাত কোনো স্থানে নিয়ে যাওয়া হয়। এসময় তার চিৎকারে প্রতিবেশী আনোয়ার হোসেন সবুজ ও ইব্রাহীম এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়।

ভুক্তভোগীর মা আলিমা খাতুন, বোন ফাতেমা খাতুন ও মেয়ে রাবেয়া সহ এলাকাবাসীর দাবি, মোহাম্মদ উল্যাহ একজন সুস্থ ও ভালো মানুষ। তার চার ছেলের নামে সম্পত্তি লিখে না দেওয়ায় তাকে নির্যাতনের পর হাত-পা বেঁধে পাগল সাজিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলকৈ শাস্তির দাবি জানিয়ে মোহাম্মদ উল্যাহকে ফেরত চান তারা।

অভিযুক্ত ছেলে জাহাঙ্গীর দাবি করেন, মানসিকভাবে অসুস্থ থাকায় তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোথায় ভর্তি করা হয়েছে জানাতে পারেননি তিনি।

এসময় ক্ষুব্ধ হয়ে জাহাঙ্গীর বলেন, তার বাবা মোহাম্মদ উল্যাহ তাদের ওপর অত্যাচার করতেন। তাই চিকিৎসার জন্য একটি সংস্থার কাছে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, মোহাম্মদ উল্যাহকে হাত-পা বেঁধে মানসিক হাসপাতালে পাঠানোর প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী।  শুক্রবার ( ২২ জুলাই) রাতে চরবংশী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মোহাম্মদ উল্যাহর বড় ভাই, মা, বোন, এক মেয়েসহ অর্ধশতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বৃদ্ধকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি