রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিকেলে ইসির সঙ্গে সংলাপে বসছে আওয়ামী লীগ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০২২

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের সঙ্গে বিকেলে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৩১ জুলাই) বিকেল ৩টায় ইসি কার্যালয়ে সংলাপটি শুরু হবে।

আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপ শেষ হবে।

জানা গেছে, আজ বেলা ১১টায় জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নতৃত্বে প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেবে। এরপর বিকেল ৩টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ইসির সংলাপে অংশগ্রহণ করবে ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা। এর মাধ্যমেই ইসির ধারাবাহিক সংলাপ শেষ হবে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৭ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। নিবন্ধিত দলগুলোর মধ্যে বিএনপিসহ ৯টি দল সংলাপ বর্জন করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি