শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


এএসপি বিরুদ্ধে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ এক নারীর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট:

বিয়ের প্রলোভনে এক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। বিয়ের দাবিতে ওই নারী তার বাসায় গেলে মারপিট করা হয়।  মঙ্গলবার ( ২ আগষ্ট) দুপুরে ভুক্তভোগী নারী মানিকগঞ্জের পুলিশ সুপারের কাছে ঘটনা খুলে বলে বিচার প্রার্থনা করেছেন।

বিচার না পেলে থানার সামনে আত্মহুতির হুমকিও দিয়েছেন ওই নারী। তার অভিযোগ, নয় মাস আগে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেজাউল হকের সঙ্গে তার পরিচয় হয়। এরপর বিয়ের প্রলোভনে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন তিনি।

ওই নারীর অভিযোগ,  সোমবার ( ১ আগষ্ট) সকালে বিয়ের দাবিতে তিনি সহকারী পুলিশ সুপারের বাসায় গেলে নারী পুলিশ ডেকে তাকে মারপিট করা হয়। এরপর থানায় প্রায় নয় ঘণ্টা তাকে বসিয়ে রেখে মায়ের সঙ্গে বাড়ি পাঠিয়ে দেয় পুলিশ। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি খোয়া যায়। যেখানে দুজনের সম্পর্কের বিভিন্ন ডকুমেন্ট ছিল বলে দাবি করেছেন তিনি।

সোমবার ( ১ আগষ্ট) রাতে পুলিশ কর্মকর্তার পক্ষে এক আওয়ামী লীগনেতা ও স্থানীয় জনপ্রতিনিধি বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীর কাছ থেকে সাদা কাগজে লিখিত নেন। আজ দুপুরে ভুক্তভোগী নারী পুলিশ সুপারের কাছে ঘটনা খুলে বলে বিচার প্রার্থনা করেন। পুলিশ সুপার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলতে তার কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি। তার সরকারি মোবাইল ফোনটিও তখন বন্ধ পাওয়া যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি