শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » তেলের মূল্য বৃদ্ধিতে ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার


তেলের মূল্য বৃদ্ধিতে ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট:

তেলের মূল্য বৃদ্ধিতে ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় মেহেরপুরের গাংনীতে আবু তালেব নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ আগস্ট) দিবাগত মধ্যে রাতে উপজেলার গাড়াবাড়িয়া গ্রাম থেকে আবু তালেবকে গ্রেফতার করেছে পুলিশ।

আবু তালেব কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের হারুন অর রশিদ হারুর ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে গালি দেওয়ায় আবু তালেবের নামে গাংনী উত্তরপাড়ার আবুল খায়েরের ছেলে শেখ আসাদুজ্জামান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলা নং-০৮।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশিকুর রহমান জানান, মামলার আসামি আবু তালেবকে গ্রেফতার করার পর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ বৃহস্পতিবার ( ১১ আগষ্ট) মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি