মঙ্গলবার,৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ


২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, গুরুতর আহত মা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট:

নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন নিহত ছেলের মা এবং অপর মোটরসাইকেলের স্বামী-স্ত্রী।

শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের বেইলিব্রিজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মান্দা উপজেলার সহিহাট গ্রামের রথিন চন্দ্র ও তার ৬ বছর বয়সী ছেলে রাধাকান্ত।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন জানান, সন্ধ্যার দিকে নওগাঁ শহর থেকে রথিন তার স্ত্রী পূজা রানী ও ছেলে রাধাকান্তকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা আরেকটি মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রথিন ও তার ছেলে রাধাকান্তের।

ঘটনায় গুরুতর আহত হয়েছেন রথিনের স্ত্রী পূজা রানী ও অপর মোটরসাইকেল আরোহী ফাহিম হোসেন এবং তার স্ত্রী আয়েশা।

ওসি আরও জানান, ঘটনার খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি