শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা দেবিদ্বারে স্বেচ্ছাসেবকলীগ নেতার মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০২২


মোঃ জামাল উদ্দিন দুলাল :

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. লিটন সরকারের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
রোববার বেলা ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার স্বাধীনতা চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মান্নান মোল্লা, যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সহ সভাপতি শাহাদাৎ হোসেন মিঠু।

এ সময় মানববন্ধনে আরও অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহরাব হোসেন সোহাগ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সজিব আহম্মেদ, দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির প্রমুখ।

উপস্থিত মানববন্ধনে বক্তারা বলেন, বৈশ্বিক করোনাকালীন সময়ে লিটন সরকার জনগনের পাশে থেকে বিপদে নিজেকে বিলিয়ে দিয়েছেন যা তখন দেশবাসী দেখেছে। তার অপরাধ কি? অপরাধ একটাই তিনি, ইভটিজিং এর প্রতিবাদ করেছেন। ইভটিজিং এর প্রতিবাদ ও রুখে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
‘তিনি ওই দায়িত্ব পালন করতে গিয়ে মামলার আসামি হলেন। দলের দুর্দিনে যিনি মামলা-হামলার শিকার হয়েছেন নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানাই।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে চান্দিনা বাজারে এক নারীকে উত্ত্যক্ত করায় স্থানীয় কয়েকজন যুবক সাগর নামে এক যুবককে মারধর করেন। মারধরের শিকার ওই যুবকের স্বজনরা লিটন সরকারকে ১নং আসামি করে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি