শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বিআরটি প্রকল্পের গার্ডার পড়ল প্রাইভেটকারে, শিশুসহ নিহত ৪


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ক্রেন থেকে ছিটকে যাওয়া গার্ডারের চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (৬)।

সোমবার (১৫ আগস্ট) বিকালে উত্তরার জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের উত্তরা বিভাগের সহকারি কমিশনার মোহাম্মদ সাইফুল মালিক বলেন, নিহতরা সবাই একটি টয়োটা গাড়িতে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় গাড়ির ওপর পড়ে। প্রাইভেট কার থেকে মোট সাত জনের মধ্যে দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের কাজ চলছে।

এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আরও চারজন ভেতরে চাপা পড়ে রয়েছেন।

জানতে চাইলে বিআরটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম বলেন, তিনি দুর্ঘটনাস্থলে যাচ্ছেন। ক্রেন বিপর্যয়ের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে শুনেছি।

ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম থেকে কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, ক্রেন দিয়ে গার্ডার ওঠানোর সময় প্রাইভেটকারের উপর পড়ে গেলে ছয়জন আহত হন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে তিনি জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি