শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


বাসি বিরিয়ানি খেয়ে ভাই-বোনের মৃত্যু , ১ বোন হাসপাতালে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট:

শরীয়তপুরের জাজিরায় ফ্রিজে থাকা বাসি খাবার খেয়ে অসুস্থ হয়ে সৌরভ মিয়া (৬) এবং খাদিজা আক্তার (৪) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তাদের আর এক বোন সাথী আক্তার (১৪) ওই ঘটনায় অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আছে বলে জানা যায়।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। তারা মুলাই ব্যাপারীকান্দি গ্রামের শওকত দেওয়ান ও আইরিশ বেগম দম্পতির সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে জাজিরা উপজেলার মুলাই ব্যাপারীকান্দি এলাকার রওশনা বেগম তার বাসার ফ্রিজের বাসি বিরিয়ানি গরম করে সৌরভ, খাদিজা ও সাথীকে খাওয়ান। তখন তিনজনই অসুস্থ হয়ে পড়ে। পরে রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে তাদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢামেক হাসপাতালে পাঠান। ঢাকা নেয়ার পথে সৌরভ ও খাদিজার মৃত্যু হয়।

বুধবার (১৭ আগস্ট) জানাজা শেষে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আর সাথীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখন আশঙ্কামুক্ত আছে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সাকিল আহমেদ জানান, রাতে ওই শিশুদের হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়। গরমে বাসি ও পচা খাবার খাওয়ার ফলে ফুড পয়জনিং হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

মা আইরিশ বেগম বলেন, তার জা রওশন বেগমের সঙ্গে কোনো শত্রুতা নেই। আদর করে বাচ্চাদের তিনি খাবার দেন। খাবার খেয়ে সন্তানরা মারা গেছে। এক মেয়ে হাসপাতালে ভর্তি। আমার ভাগ্যে ছিল। তা না হলে এমন ঘটনা ঘটবে কেন?

বিষয়টি নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি