শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিএনপির সভায় ছাত্রলীগ-যুবলীগের হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট:

খুলনা মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভা চলাকালে হামলা চালানোর অভিযোগ উঠেছে যুবলীগ-ছাত্রলীগের বিরুদ্ধে। বিএনপি নেতারা বলছেন, এ হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় ৩০-৩৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। শতাধিক চেয়ারও ভাঙচুর করা হয়।

তবে খুলনা মহানগর যুবলীগের দাবি, আওয়ামী লীগের একটি প্রতিবাদ সভা ও মিছিল শেষে বিশ্রামরত নগর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর নিউ মার্কেট সংলগ্ন বায়তুন নূর মসজিদের পাশে অশোকের গ্যারেজে পূর্ব নির্ধারিত ওয়ার্ড বিএনপির কর্মী সভা শুরু হয়।সাড়ে ৭টার দিকে কয়েকশ যুবলীগ-ছাত্রলীগ-আওয়ামী লীগ কর্মী মিছিল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের অধিকাংশই হেলমেট পরিহিত ছিল।

তাদের বেধড়ক লাঠিচার্জ, লোহার রডের আঘাতে শতাধিক বিএনপি কর্মী আহত হন। হামলাকারীদের অনেকেই কর্মী সভা লক্ষ্য করে ইটপাটকেল ও পাথরের টুকরা নিক্ষেপ করে। তারা সভার মঞ্চ, চেয়ার টেবিল, মাইক ভেঙে ফেলে। এরপর সভাস্থলের সামনের রাস্তায় রাখা অন্তত ৩৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। অনেকগুলো ড্রেনে ফেলে দেওয়া হয়।

এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায়। জনসাধারণ ও পথচারীরা ছোটাছুটি করতে থাকে।

আহত বিএনপির কর্মীদের নগরীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা ওসি মো. মমতাজুল হক বলেন, ‘বিএনপির অনুষ্ঠান চলাকালে যুবলীগের একটি মিছিল যাচ্ছিল পাশ দিয়ে। সেখান থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জাতীয় শোক দিবসে বরগুনায় ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ

এদিকে রাত ১০টার দিকে খুলনা মহানগর যুবলীগের দপ্তর সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ নম্বর ওয়ার্ডে সিরিজ বোমা হামলার প্রতিবাদে নগর আওয়ামী লীগের প্রতিবাদ সভা ও মিছিল ছিল আজ। মিছিল শেষে নগর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা যখন বিশ্রাম নিচ্ছিল, তাদের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। এই হামলায় ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী আহত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজেদের রক্ষা করতে এ সময় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। তখন বিএনপির নেতাকর্মীরা সভায় গিয়ে নিজেরা নিজেদের চেয়ার ভাঙচুর করে। জনসাধারণসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেলও ভাঙচুর করে তারা।

জানতে চাইলে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘১৭ নম্বর ওয়ার্ড বিএনপির পূর্ব নির্ধারিত কর্মীসভায় আওয়ামী ক্যাডাররা অতর্কিতে হামলা চালিয়ে আমাদের শতাধিক নেতাকর্মীকে আহত করেছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় কে ডি ঘোষ রোডের মহানগর বিএনপি কার্যালয়ে এ বিষয়ে প্রেস ব্রিফিংকরা হবে।’

এদিকে এ বিষয়ে জানতে সংঘর্ষের আগে ছাত্রলীগ-মিছিলের নেতৃত্বে থাকা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহ জালাল হোসেন সুজনকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি