বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » অভিনেত্রী সোনালিকে খুন করা হয়েছে, ময়নাতদন্তে রহস্যময় তথ্য!


অভিনেত্রী সোনালিকে খুন করা হয়েছে, ময়নাতদন্তে রহস্যময় তথ্য!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৮.২০২২

বিনোদন ডেস্ক:

নিজবাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেত্রী সোনালি ফোগাট। সোমবার (২২ আগস্ট) মাত্র ৪১ বছর বয়সেই জীবন প্রদীপ নিভে যায় ‘বিগ বস ১৪’ খ্যাত ও রাজনীতিবিদ সোনালির। তার মৃত্যুর খবর পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করে।

তবে এই অভিনেত্রীর মৃত্যু পর বেশ কদিন ধরে আলোচনা চলছিল। পরিবার দাবী করে, অভিনেত্রীকে খুন করা হয়েছে। কয়েক দিন আগেই গোয়ায় গিয়েছিলেন অভিনেত্রী তার দলের সঙ্গে। সেখানেই মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

আর এ নিয়েই শুরু হয় হৈচৈ। অভিনেত্রীর পরিবার প্রথম থেকেই দাবি করে আসছে যে সোনালি দেবীকে খুন করা হয়েছে। তারা উপযুক্ত তদন্তেরও দাবি করেছিল।

পরিবারের দাবী করা এই তথ্যের ভিত্তিতেই সোনালি ফোগাটের ময়নাতদন্ত হয় এবং রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এতে জানা গেছে, অভিনেতার শরীরে ‘অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে’। গোয়া পুলিশ তার মৃত্যুর বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করার পরেই এটি প্রকাশ্যে আসে।

ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘শরীরে একাধিক ভোঁতা আঘাতের চিহ্ন রয়েছে অভিনেত্রীর। এতে ধারণা করা হচ্ছে স্বাভাবিক মৃত্যৃ নয় বরং তাকে আঘাত করে খুন করা হয়েছে।

এতে আরও জানা গেছে, সোনালিকে উত্তর গোয়ায় অঞ্জুনা এলাকার, সেন্ট অ্যান্টর্নি হাসপাতালে মৃতই আনা হয়েছিল। তখনই একজন পুলিশ কর্মকর্তা বিষয়টিকে সন্দেহের চোখে নিয়েছিলেন।

বুধবার ফোগাটের ভাই রিংকু দাবি করেছিলেন যে অভিনেত্রীকে তার দুই সহযোগী খুন করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তার ম্যানেজার সুধীর সাংওয়ান ও বন্ধু সুখিন্দর মিলে খাবারে মাদক মিশিয়ে ধর্ষণ করে হত্যা করে তাকে।

এ ছাড়া তিনি অভিনেত্রীর দুই সহযোগীর বিরুদ্ধে গোয়া থানায় অভিযোগও দায়ের করেছিলেন। সোনালি দেবীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গোয়া পুলিশ আইপিসির ৩০২ ধারায় একটি হত্যা মামলা নথিভুক্ত করে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় এয়ার অ্যাম্বুল্যান্সে করে নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে সোনালির মৃতদেহ।

উল্লেখ্য, প্রথমে কংগ্রেসে থাকলেও পরে বিজেপিতে যোগ দেন সোনালি। ২০১৯ সালে হরিয়ানা নির্বাচনে বিজেপির টিকিটে আদমপুর থেকে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন তিনি। টিকটকেও খুব জনপ্রিয় ছিলেন তিনি।

রাজনীতিকের চেয়ে অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত ছিলেন সোনালি। ২০১৬ সালে টেলিভিশন সিরিয়াল ‘এক মা জো লাখো কে লিয়ে বনি আম্মা’র মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ। এরপর হরিয়ানভি চলচ্চিত্র ‘ছোড়িয়ান ছোরোঁ এস কাম নাহি হোতি’-তে দেখা যায় তাকে।

এ ছাড়া বেশ কয়েকটি পাঞ্জাবি এবং হরিয়ানভি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন। সবশেষ ওয়েব সিরিজ, ‘দ্য স্টোরি অব বদমাশগড়’-এ দেখা গিয়েছিল সোনালিকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি