শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রেনে কাটা পড়ে হাত হারাল শিশু, পা হারাল মা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে সুরভি (৫) নামে এক শিশুর বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। একসঙ্গে চিকিৎসায় শিশুর মা সুমি খাতুনের (৩০) ডান পা কেটে ফেলা হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার সময় পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের হরিশংকরপুর ধোপাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মা সুমি খাতুন কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট এলাকায় সি ব্লকের সাপ্পী রহমানের স্ত্রী। তাদের ৮ বছর বয়সী এক ছেলে সন্তানও রয়েছে।

আহতের স্বজনরা জানান, শনিবার সকালে পারিবারিক কলহের জেরে সুমি তার ৫ বছর বয়সী মেয়েকে নিয়ে বের হোন। তবে ধারণা করা হচ্ছে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় ট্রেনে কাটা পড়ে শিশুর বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া শিশুর মায়ের ডান পায়ে সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, চিকিৎসায় মায়ের পা কাটতে হয়েছে। আর শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বলেন, সকাল ৮টার দিকে হরিশংকরপুর এলাকায় ফরিদপুর থেকে ছেড়ে আসা দর্শনাগামী মালবাহী ট্রেনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে আসেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি