শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


বিএনপি-পুলিশ-আ. লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২ শতাধিক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত দুই শতাধিক আহত হয়েছেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌর সদরের সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিএনপি পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিল বের করে। একই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দিলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশসহ অন্তত শতাধিক আহত হয়েছেন।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিল না। তারা মিছিল নিয়ে পৌর বাজারের দিকে আসলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১০ জনকে আটক করা হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি