বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নববধূর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা সেই তরুণীর পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম বর্ষা আক্তার (২২)। তিনি জেলার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের মমিন মিয়ার স্ত্রী। মাত্র দুই মাস আগেই বিয়ে হয় বর্ষার।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের পৈরতলা এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বর্ষা আক্তার। রেলওয়ে পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের কারণে হতাশাগ্রস্ত হয়ে বর্ষা আক্তার আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. সালাউদ্দিন খান নোমান জানান, দুই মাস আগে মমিন ও বর্ষার বিয়ে হয়েছিল। শনিবার বিকেলে তিনি বিষণ্ন অবস্থায় পৈরতলা এলাকায় রেললাইনের পাশে বসেছিলেন। পরে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন আসলে ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে বর্ষা আত্মহত্যা করেছেন। এই ব্যাপারে নিহত বর্ষার আক্তারের পরিবারের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি