শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আওয়ামী লীগ নেতাকে দিনের বেলায় প্রকাশ্যে মারধরের ছবি ভাইরাল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে দিনের বেলায় প্রকাশ্যে হুমায়ুন কবির নামে এক আওয়ামী লীগ নেতাকে মারধর করে জখম করেছে একই দলের লোকজন। এ ঘটনার অনেকগুলো ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

আজ সোমবার ( ৫ সেপ্টেম্বর) সকালে এমন ঘটনার নিন্দা, প্রতিবাদ ও ঘটনার বিচারের দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট করতে দেখা গেছে অনেককে।

গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে চৌমুহনী ডিবি সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহত হুমায়ন কবির বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও চৌমুহনী পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানিয়েছে, বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ না করায় পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনির হোসেন ও তার সমর্থক সোহান, লুৎফুল লাহীম, মাজেদ প্রকাশ, রাসেল, রায়হান, বাহার ও অপুদের নিয়ে সমালোচনা করেন আওয়ামী লীগ নেতা হুমায়ন কবির। এর জের ধরে গতকাল বিকেলে হুমায়ন কবির ডিবি রোড দিয়ে যাওয়ার পথে সোহানের দোকানের সামনে তার গতি রোধ করে মনির ও তার লোকজন।

এ সময় তারা কবিরকে সড়কে ফেলে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। হামলাকারিরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন কবিরকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতা জানান, হুমায়ুন কবির দলের দুর্সময়ের কান্ডারি। কিন্তু সম্প্রতি বিএনপি থেকে কিছু লোক আওয়ামী লীগের যোগ দিয়ে দলের নিবেদিত প্রাণদের জায়গা দখলের চেষ্টা করছে। যারা হুমায়ুন কবিরকে মারধর করেছে তাদের মধ্যে সোহান, ফাহাদ শিকদার সদ্য বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়। এছাড়া তারা বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত।

অভিযোগের বিষয়ে জানতে চৌমুহনী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনির হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। মনির পাল্টা অভিযোগ করে বলেন, ‘দলের কার্যক্রমে হুমায়ন কবির সক্রিয় থাকলে বর্তমানে তার ওই অবস্থা নেই। কিছুদিন ধরে তিনি আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগেরমাধ্যমে বিভিন্ন অশালিন পোস্ট করেন। এ সব বিষয়ে আমি চট্টগ্রামের আদালতে হুমায়ন কবিরের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেছি।’

তিনি আরও বলেন, ‘মামলা দেওয়ায় তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ ঘটনায় গত ৩১ আগস্ট ১৪৪ ধারার সময় স্থানীয় সাংসদ মামুনুর রশিদ কিরনের ভাই স্বপনসহ আমি চৌমুহনী পাবলিক হলে দাঁড়িয়ে ছিলাম। তখন হুমায়ন কবির তার লোকজন নিয়ে আমার ওপর অর্তকিত হামলা করে। এ হামলার ঘটনায় আমি বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছি।’

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ৩১ আগস্ট আওয়ামী লীগ নেতা মনির হোসেনের ওপর হামলার ঘটনায় তিনি হুমায়ন কবিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। গতকাল রোববার হুমায়ন কবিরকে পিটিয়ে জখমের ঘটনায় তিনিও থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি