শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রিজাইডিং অফিসারের ক্ষমতা থাকবে ভোটগ্রহণ ও বন্ধের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

প্রিজাইডিং অফিসারকে ভোট বন্ধ করে দেয়ার ক্ষমতা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, কাউকে ধরে-বেঁধে ভোটে আনবে না ইসি। তবে কমিশন চায় সবদলের সক্রিয় অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

সোমবার এক সভায় কাজী হাবিবুল আউয়াল বলেন, ১৫০ আসনে ইভিএম ও ১৫০ আসনে ব্যালট ভোট হলে পারস্পরিক মূল্যায়ন করা সহজ হবে।
সংলাপের মতামত অংশগ্রহণকারী দল ও সরকারকে পাঠিয়েছে ইসি। আগামী বছরের মার্চে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এসময় তিনি আরও বলেন, ইভিএম প্রকল্প বাস্তবায়ন না করা গেলে ব্যালটে যাবে ইসি।

সিইসি বলেন, ইভিএমের মধ্যে কারচুপি খুঁজে পায়নি ইসি। সেইসাথে কেউ কারচুপির প্রমাণও দিতে পারেনি। ইভিএমে কারচুপি ঠেকাতে পুলিশকে বিশেষ নির্দেশনা দেয়া হবে। বুথে কেউ প্রভাব বিস্তার করতে চাইলে পুলিশ দিয়ে শুরুতে মোকাবেলা করবে প্রিজাইডিং অফিসার। ব্যর্থ হলে ভোট বন্ধ করে দিতে পারবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি