শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা দেবিদ্বারে সুবিধাবঞ্চিত নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখছে ‘‘তথ্য আপা’’


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৯.২০২২


মোঃ জামাল উদ্দিন দুলাল :

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তুলতে নারী ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখছে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে‘‘তথ্য আপা’’ প্রকল্প। গ্রামীণ নারীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের পাশাপাশি বিভিন্ন বিষয়ে তাদের দক্ষ করে তুলতে কাজ করছেন তথ্য আপারা। আর এ কারণে তারা এখন গ্রামীণ নারীদের আপনজন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে নারীর ক্ষমতায়নে কাজ করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০টায় উপজেলার উত্তর গুনাইঘর ইউনিয়নের গজারিয়া এলাকায় গিয়ে দেখাযায় দেবিদ্বারের তথ্য আপারা গ্রামে গ্রামে গিয়ে নারীদের সেবা দিচ্ছেন। এতে খুশি স্থানীয় নারীরা।
জানা যায়, ২০১৮ সালের নভেম্বরের দিকে জেলার দেবিদ্বার উপজেলায় এ প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের সেবার কার্যক্রম শুরু করা হয়। উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে প্রতিটি বাড়িতে তথ্য আপারা সেবা দিচ্ছেন বলে এলাকাবাসী জানান।

নারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা, উঠান বৈঠকে নারীদের জীবন ও জীবিকা, বাল্যবিয়ে, নারীর বিরুদ্ধে সহিংসতা, চাকরি বিষয়ক তথ্য, আইনগত সমস্যা ও প্রযুক্তির সুবিধা বিষয়ে অবহিত করেন তথ্য আপারা। পারিবারিক সহিংসতা, নারী নীতি ও যৌতুক নিরোধে সচেতনতা বাড়াতে মুক্ত আলোচনা করা হয়। এ ছাড়াও বিনামূল্যে দিচ্ছেন ইন্টারনেটের সকল সেবা।

দেবিদ্বার উপজেলা তথ্যসেবা সহকারী জান্নাত আরা জুইঁ বলেন, আমরা ডোর টু ডোর গ্রামীন সুবিধাবঞ্চিত নারীদের পাশে গিয়ে আমরা সেবা দিয়ে যাচ্ছি। নারীদের অধিকার সম্পর্কে সচেতন করা ও বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে অবগত করে সেবা দেওয়া হচ্ছে।’

দেবিদ্বার উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (তথ্য আপা) মোসাঃ নাছরিন আক্তার বলেন, দেবিদ্বারের তথ্য আপা প্রকল্পের অধীনে এপযর্ন্ত তথ্য সেবা কেন্দ্রে এবং ৭০টি উঠান বৈঠক এর মাধ্যমে সুবিধাবঞ্চিত ২৮ হাজার ২শত ৫০জন সুবিধাবঞ্চিত নারীকে বিভিন্ন সেবা দেওয়া হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনায় জাতীয় মহিলা সংস্থা দেবিদ্বার উপজেলা শাখার চেয়ারম্যান ও তথ্য আপা প্রকল্প’র সভাপতি শিরিন সুলতানা বলেন, নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ডিজিটাল সেবার কাজটি করে যাচ্ছে তথ্য আপা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সরকারি সেবাগুলো নারীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। এতে গ্রাম অঞ্চলের নারীরা অনেক উপকৃত হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি