স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিল এবং একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৭ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এঁর সার্বিক তত্বাবধানে ও উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন এর নেতৃত্বে চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়ন এর দৌলবাড়ি গ্রামস্থ ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে রোডের পাশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় আসামীকে গ্রেফতার ও সনাক্ত করা সম্ভব হয়নি।