শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


এটিএম বুথে ডাকাতির প্রস্তুতিকালে ১১ ডাকাত গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ব্যাংকের এটিএম বুথে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এসময় ডাকাতি কাজে ব্যবহারিত ৫৪টি ককটেল, ৪টি রামদা, একটি চাইনিজ কুড়াল, ৩টি চাপাতি, একটি খেলনা পিস্তল ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১১’র অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার আতুশাল এলাকার ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ব্যাংকের এটিএম বুথে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাইক্রোবাস থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আসামিরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে পূর্ব-পরিকল্পনায় মহাসড়কে চলাচলকারী গাড়ীতে এবং আশেপাশের বিভিন্ন বাসা ও দোকানে ডাকাতি কার্যক্রম চালাতো বলে জানান র‌্যাব কর্মকর্তা।

এই চক্র মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে চলন্ত গাড়ীর গতিরোধ, জনসাধারণকে মারধর, ছুরিকাঘাত ও গাড়ি ভাংচুরসহ গুরুতর জখম এমনকি প্রাণনাশের মতো ঘটনাও ঘটিয়ে আসছিল।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি