বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চবি ছাত্রলীগের অবরোধ প্রত্যাহার


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বর্ধিত করার দাবিতে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার করেছে ছাত্রলীগ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নির্দেশনায় অবরোধ প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন নেতারা। অবরোধ প্রত্যাহারের পর বিশ্ববিদ্যালয়ের শাটল ও যান চলাচল স্বাভাবিক হয়েছে।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় অবরোধ প্রত্যাহার করে নেয় চবি ছাত্রলীগ। কমিটি বর্ধিত করার দাবিতে সোমবার ভোর ৬টা থেকে শাটল ও বাস আটকে মূল ফটক অবরোধ করেন তারা।

অবরোধ প্রত্যাহারের বিষয়ে চবি ছাত্রলীগের সহসভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, ‘আমাদের নেতা আ জ ম নাছির উদ্দীনের নির্দেশনায় শিক্ষার পরিবেশ রক্ষায় এই অবরোধ প্রত্যাহার করেছি। তিনি আমাদের দাবি নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে কথা বলবেন।’

পদবঞ্চিত নেতাদের কমিটিতে অর্ন্তভুক্ত, পদধারী নেতাদের যোগ্যতা অনুযায়ী ক্রমানুসারে পুনঃমূল্যায়ন, বিবাহিত ও চাকরিজীবী নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে সেপ্টেম্বর মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর ছয়টা থেকে অবরোধ শুরু করেন ছাত্রলীগের ছয় গ্রুপের নেতাকর্মীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি