বুধবার,২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


চিকিৎসা নিয়ে বাফুফে ভবনে ঋতুপর্ণা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৯.২০২২

স্পোর্টস ডেস্ক:

সিএমইএচে চিকিৎসা নিয়ে বাফুফে ভবনে ফিরেছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

ছাদখোলা বাসে বিজয় উদযাপন করতে করতে ফেরার পথে রাস্তায় থাকা বিলবোর্ডের কোণায় খোঁচা লেগে মাথায় আঘাত পেয়েছিলেন ঋতুপর্ণা। দ্রুত তাকে বাস থেকে নামিয়ে সিএমএইচে নেওয়া হয়। হাসপাতালে অবশ্য বেশিক্ষণ থাকতে হয়নি। মাথায় তিনটি সেলাই ও ব্যান্ডেজ নিয়েই বাফুফে ভবনে ফিরেছেন এই ফুটবলার।

এর আগে বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে দেশে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখান থেকে ছাদখোলা বাসে বাফুফে কার্যালয়ের দিকে যাচ্ছে মেয়েরা।

উল্লেখ্য, গত সোমবার (১৯ সেপ্টেম্বর) দশরথের রঙ্গশালায় ফাইনালে কৃষ্ণা রানী সরকারের দুই ও শামসুন্নাহার জুনিয়রের এক গোলে স্বাগতিক নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে ২৩ গোল করেছেন বাংলাদেশের মেয়েরা। বীরের বেশে লড়াই করে চ্যাম্পিয়ন হওয়া দলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি