বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » স্বর্ণকন্যাদের স্বাগত জানাতে ছাদখোলা বাস নিয়ে উৎসবের অপেক্ষায় বাংলাদেশ


স্বর্ণকন্যাদের স্বাগত জানাতে ছাদখোলা বাস নিয়ে উৎসবের অপেক্ষায় বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৯.২০২২

স্পোর্টস ডেস্ক:

সাফ চ্যাম্পিয়নস ট্রফি জয়ী নারী ফুটবলারদের বরণ করে নিতে গোটা জাতি প্রস্তুত রয়েছে। তাদের ঘরে ফেরাটা রাঙাতে ছাদখোলা বাসের ব্যবস্থা করছে বিআরটিসি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ফিরবেন সাফ ফুটবল চ্যাম্পিয়নরা। এমন আয়োজনে দেশের স্বর্ণকন্যাদের স্বাগত জানাতে পেরে খুশি আয়োজকরাও।

হিমালয় কন্যাদের হারিয়ে স্বপ্ন চূড়ায় বাংলাদেশ। যেই আভা এখন লাল-সবুজের পতাকাকে করেছে আরও উজ্জ্বল। উল্লাস ছড়িয়েছে দেশ জুড়ে।

এর আগে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে আলোচিত হয়েছে সানজিদার ফেইসবুক স্ট্যাটাস। যেখানে তিনি উল্লেখ করেন, ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনিকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছেন, তাদের জন্য এটি জিততে চাই। ’

সানজিদাদের সেই আক্ষেপ মেটাতে ও বাংলার ক্রীড়াপ্রেমীদের দাবিতে সাড়া দিয়ে ছাদখোলা বাসের ব্যবস্থা করছে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন ও ক্রীড়া মন্ত্রণালয়।

বিআরটিসির জিএম (অপারেশন) মেজর জামান জানিয়েছেন, দেশের স্বর্ণকন্যাদের স্বাগত জানাতে ছাদখোলা বাসের ব্যবস্থা করতে পেরে তারা খুবেই খুশি।

যাদের নিরালস পরিশ্রমে তৈরি হচ্ছে বিআরটিসির ডাবল ডেকারের বাসটি তারাও সাবিনাদের পারফরম্যান্সে মুগ্ধ বলে জানিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি