বৃহস্পতিবার,৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


নবমীর সাজ হয়ে উঠুক স্নিগ্ধ ও জাঁকজমক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১০.২০২২

লাইফস্টাইল ডেস্ক:

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আজ চতুর্থ দিন, অর্থাৎ মহানবমী। আর কালকে মহাদশমী। এ দুদিনই হিন্দু নারীরা অপরূপা হয়ে ওঠেন।

দুর্গাপূজার শেষের দুদিন সব হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বেশ তাৎপর্যপূর্ণ। নবমীর সাজ হোক স্নিগ্ধ কিন্তু জাকজমক। জেনে নিন কীভাবে সাজবেন নবমীতে-

নবমীতে বেছে নিন ট্রাডিশনাল পোশাক। তবে এর সঙ্গে একটু ফিউশন করেও হয়ে উঠতে পারেন অনন্যা। এদিন অবশ্যই কোনো এক বেলায় পরুন লাল-সাদা শাড়ি। সুতির পাশাপাশি সিল্ক, কাতান, জর্জেট কিংবা কাঞ্জিপুরাম পছন্দের শাড়ি পরুন নবমীতে।

এদিন যেহেতু মণ্ডপে গিয়ে অঞ্জলি দেওয়ার রীতি আছে, সেজন্য সাজে রাখুন স্নিগ্ধভাব। তবে সাদার পাশাপাশি নীল, মেজেন্টা, হালকা গোলাপিসহ পছন্দের রঙের পোশাক পরতে পারেন।

শাড়ির পাশাপাশি কুর্তি, সালোয়ার কামিজ, গাউন, স্কার্ট, জিনস-টপস, কাফতানসহ বিভিন্ন স্টাইলিশ পোশাকও পরতে পারেন।

মেকআপ ও চুলের সাজ কেমন হবে?

গরমে হালকা মেকআপ করাই ভালো। তবে চোখ ট্র্যাডিশনাল স্টাইলে আঁকত ভুলবেন না। হালকা কিংবা ন্যুড শেডের লিপস্টিকে রাঙিয়ে তুলুন ঠোঁট। আর টিপ পরতে একদমই ভুলবেন না। লাল টিপে আপনি হয়ে উঠবেন অপরূপা।

চুল ছেড়ে রাখলেও জুঁই বা বেলি ফুলের মালা জড়িয়ে নিতে পারেন। আবার চুলে খোঁপা বাঁধলেও চারপাশে লাগিয়ে নিন ফুলের মালা কিংবা কানের একপাশে একগুচ্ছ লাল গোলাপ লাগাতে পারেন।

ভিড়ের মধ্যে সবার নজর কাড়তে ফ্যাশনে আনুন একটু ফিউশন। যেমন- শাড়ির সঙ্গে বেল্ট পরুন কিংবা জিনসের সঙ্গেও ফিউশন স্টাইলে পরতে পারেন শাড়ি। এছাড়া জুয়েলারি বাছাইয়ের ক্ষেত্রেও মনোযোগী হতে হবে।

চুড়ির বদলে পরতে পারেন সিলভার বা অক্সি কালারের আংটিসহ চওড়া ব্রেসলেট। মানানসই ট্র্যাডিশনাল ধাঁচের পোটলি স্টাইল ব্যাগ রাখুন সঙ্গে। সব মিলিয়ে আপনি নজর কাড়বেন সবার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি