শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

নাটোরের সিংড়ায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আফতাব হোসেন (৫০) নামের সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বামিহাল বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আফতাব সুকাশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। তিনি বামিহাল গ্রামের মৃত গাজীর ছেলে।

জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আফতাবের সঙ্গে বর্তমান ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন ও তার ভাই আব্দুল কুদ্দুসের বিরোধ চলছিল। রোববার দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে রাত ৮টার দিকে আফতাবের নেতৃত্বে বামিহাল দশোপাড়ায় ফরিদ ও তার ভাই কুদ্দুস গ্রুপের অনুসারী রুহুল আমিন ও আবু মুসার বাড়িতে হামলা চালান। এর জেরে কিছুক্ষণ পর রুহুল ও মুসা তাদের লোকজন নিয়ে বামিহাল বাজারে এসে সেখানে থাকা আফতাব ও তার লোকজনের ওপর হামলা চালান। এ সময় তারা আফতাবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।

আহত অবস্থায় স্থানীয়রা আফতাবকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালামসহ পাঁচ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, ‌‘অতিরিক্ত রক্তক্ষরণের জন্য আফতাবের মৃত্যু হয়েছে।’

সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আকতার বলেন, ঘটনার পর বামিহাল এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি