শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মালয়েশিয়ায় ১৯ হাজারের বেশি ‘অবৈধ’ অভিবাসী গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০২২

ডেস্ক রিপোর্টঃ

মালয়েশিয়ায় চলতি বছরে ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। চলতি বছরের গত ১১ মাসে দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৯ হাজার ৯৪৬ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালক খাইরুল জাইমি দাউদ বলেছেন, এই বছরের অভিযানে বেশিরভাগ অভিবাসীকে আবাসিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি বছর দেশটির প্রায় ২ হাজার ৭৪৮টি আবাসিক বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে এখন পর্যন্ত ৪ হাজার ৭৪৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, দেশটির বিভিন্ন নির্মাণ সাইটে ১ হাজার ৩০টি অভিযান চালিয়ে ৪ হাজার ৬৭৯ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে ম্যাসেজ হোম, জুয়া এবং বিনোদনকেন্দ্র, ব্যবসার জায়গা, বাজার, গাড়ি ধোয়ার স্থান, নিরাপত্তা প্রহরীর স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার সিনার হারিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমিগ্রেশন পরিচালক খায়রুল জায়মি দাউদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়ান নাগরিক ৮ হাজার ৬৭৯ জন, মিয়ানমারের নাগরিক ২ হাজার ৯৩৯, বাংলাদেশি নাগরিক ২ হাজার ৭৬৭, থাইল্যান্ডের নাগরিক ১ হাজার ৩৯৬ এবং ভারতের ১ হাজার ২৬০। বাকিরা হলো ফিলিপাইন, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম এবং চীনসহ অন্যান্য দেশে অভিবাসী।

এদিকে অভিবাসী ছাড়াও অভিবাসন ২৭২ নিয়োগকর্তাকে আটক করেছে যারা অবৈধ অভিবাসীদের নিয়োগ দিয়েছিল। দেশটির অভিবাসন আইনের আওতায় এ অভিযান পরিচালিত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি