মঙ্গলবার,৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সরকারি সহায়তা দেওয়ার কথা বলে হাসপাতাল থেকে নবজাতক চুরি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০২২

ডেস্ক রিপোর্টঃ

সরকারি সহায়তার কথা বলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগ থেকে এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে।

বুধবার ( ৯ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নবজাতকের মায়ের নাম ইতি (২৩)। তিনি বগুড়া সদর উপজেলার এরুলিয়া বানদিঘী এলাকার সৈকত হাসানের স্ত্রী।

নবজাতকের পরিবার জানায়, গত ৫ নভেম্বর ইতির প্রসব বেদনা শুরু হলে হাসপাতালে ভর্তি করানো হয়। পরের দিন সে ছেলে সন্তান জন্ম দেয়। আজ ইতি ও তার বোন বাচ্চাকে নিয়ে গাইনি ওয়ার্ডে বসে ছিল। এ সময় অজ্ঞাত এক মহিলা নবজাতক জন্ম হওয়ায় সরকারিভাবে পাঁচ হাজার টাকা সহায়তা দেওয়ার আশ্বাস দেয়। পরে ইতির বোন নবজাতককে হাসপাতালের নিচ তলায় নিয়ে যায়। একপর্যায়ে ওই মহিলা ইতির বোনকে কিছু কাগজ ফটোকপি করার কথা বলে নবজাতককে চুরি করে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছ বগুড়া মেডিকেলের উপপরিচালক আব্দুল ওয়াদুদ জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। বাচ্চাটির খোঁজের পাশাপাশি মেডিকেলের সিসি ক্যামেরা চেক করে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি