শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


জি-২০ সম্মেলনে যাচ্ছেন না পুতিন


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১১.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ার বালিতে জি২০ ভুক্ত দেশের নেতারা একত্রিত হবেন। তবে তাতে যোগ দেবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার সরকারের একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

ইন্দোনেশিয়ার সমুদ্র ও বিনিয়োগ বিষয়ক সমন্বয়কারী মন্ত্রীর মুখপাত্র জোদি মাহার্দি জানিয়েছেন, পুতিনের পরিবর্তে সম্মেলনে যোগ দেবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

জি২০ ভুক্ত সম্মেলনে পুতিনের যোগ না দেওয়ার বিষয়টি ইন্দোনেশিয়াতে অবস্থিত মস্কো দূতাবাসও নিশ্চিত করেছে। তারা আরও জানিয়েছে, পুতিন ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে পারেন।

উল্লেখ্য, ইউক্রেনে যুদ্ধ পরিচালনার কারণে জি২০ ভুক্ত দেশ থেকে রাশিয়াকে বের করে দেওয়ার দাবি তুলেছে পশ্চিমা দেশগুলো এবং ইউক্রেন। এবারের সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ না জানানোরও দাবি উঠেছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি