শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজীব গান্ধীর ৬ ঘাতককে মুক্তি দিল সুপ্রিমকোর্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১১.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

রাজীব গান্ধী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নলিনী শ্রীহরন, আরপি রবিচন্দ্রনসহ ছয়জনকে মুক্তি দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। বিচারপতি বি আর গাভাই এবং বি ভি নাগারথনার একটি বেঞ্চ বলেছেন, মামলার অন্যতম দোষী এ জি পেরারিভালানের মামলায় শীর্ষ আদালতের রায় তাদের ক্ষেত্রে প্রযোজ্য।

আদেশে ভারতের সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর সরকার এর আগে রাজ্যপালের কাছে তাদের মুক্তির সুপারিশ করেছিল বলে জানিয়েছে। এর আগে, গত মে মাসে এই হত্যা মামলায় দোষী সাব্যস্ত আরেক আসামি এ জি পেরারিভালানকে মুক্তি দেয় দেশটির সুপ্রিম কোর্ট।

কংগ্রেস শুক্রবার রাজীব গান্ধী হত্যা মামলায় দোষীদের মুক্তি দেওয়ায় সুপ্রিম কোর্টের আদেশের সমালোচনা করেছে এবং সিদ্ধান্তটিকে ‘অগ্রহণযোগ্য এবং সম্পূর্ণ ভুল’ বলে অভিহিত করেছে।

সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, গ্র্যান্ড ওল্ড পার্টি এটিকে সম্পূর্ণরূপে অযোগ্য বলে মনে করে। ১৯৯১ সালে ২১ শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) এক সদস্য তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করেন। নির্বাচনি সমাবেশ চলাকালীন ধানু নামের ওই আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটিয়ে রাজিব গান্ধীকে হত্যা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি