শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


নজর কাড়ছে ‘ব্রাজিল বাড়ি’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

সারাদেশের মতো সিরাজগঞ্জ মেতেছে বিশ্বকাপ উন্মাদনায়। কে জিতবে বিশ্বকাপ? কে হারবে? তা নিয়ে সকলের মুখে মুখে চলছে মুখরোচক আলোচনা। নিজ নিজ দলের সামর্থ্য যোগ্যতা ও অতীত রেকর্ড নিয়ে তর্কযুদ্ধের যেন শেষ নেই। বিশেষ করে বিশ্ব ফুটবলের দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উৎসাহটা বেশি লক্ষ্য করা যাচ্ছে।

প্রিয় দলের বিশাল আকৃতির পতাকা নিজ বাড়িতে টানানোর পাশাপাশি টি-শার্ট ও ক্যাপ পরে ঘুরছেন অনেকেই। তবে শহরজুড়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে লিটন সরকারের ব্রাজিল বাড়ি ও ব্রাজিল গাড়ি নিয়ে।

শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা পরিবহন ব্যবসায়ী লিটন সরকার নিজ বাড়ির নাম দিয়েছেন ব্রাজিল বাড়ি। পুরো বাড়ি ব্রাজিলের পতাকার রঙে হলুদ আর সবুজে রাঙিয়েছেন তিনি। পাশাপাশি তার মালিকানাধীন একটি যাত্রীবাহী বাসকেও ব্রাজিলের পতাকার রঙে সাজিয়েছেন।

মোক্তারপাড়া লিটন সরকারের বাড়ি গেলে দেখা যায়, তার দ্বিতল বাড়িটির সব দেয়াল হলুদ ও সবুজ রঙে রাঙানো। দেয়ালজুড়ে শোভা পাচ্ছে ব্রাজিলের পতাকা। এমনকি দোতলায় ওঠার সিঁড়ির দু’পাশেও রয়েছে ব্রাজিলের পতাকা।

তবে বাড়ির প্রধান ফটকটি বাংলাদেশের পতাকার আদলে লাল-সবুজে আঁকা হয়েছে। এ ছাড়া দ্বিতীয় তলার দেয়ালে বাংলাদেশ-ব্রাজিলের ফ্রেন্ডশিপের নিদর্শন হিসেবে দুই দেশের পতাকা সম্বলিত হাতে হাতে হ্যান্ডশেকের প্রতিকৃতি অঙ্কন করেছেন। লিটন সরকারের এই ব্রাজিল বাড়ি দেখতে প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমাচ্ছেন। ব্রাজিল ভক্ত ছাড়া আর্জেন্টিনার সাপোর্টারারও কৌতূহল নিয়ে দেখতে আসছেন এই বাড়িটি।

ব্রাজিল বাড়ি দেখতে আসা শিক্ষার্থী-যুবকরা বলেন, লিটন সরকারের এই বাড়িটি দেখতে খুবই সুন্দর। তিনি সুন্দর করে ব্রাজিলের পতাকার রঙে বাড়িটি সাজিয়েছেন। তার বাড়ি দেখেই মনে হবে তিনি ব্রাজিলের একনিষ্ঠ একজন ভক্ত।

ব্রাজিল বাড়ি ও ব্রাজিল গাড়ির মালিক লিটন সরকার বলেন, ব্রাজিলের খেলা ভালো লাগে, ছোট থেকেই ব্রাজিলের খেলা দেখি। আমি ব্রাজিলের ফুটবলকে খুব ভালোবাসি। সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে পতাকা লাগিয়েছি। আমি আশাবাদী ব্রাজিল এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি