শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


পলাতক ৬ ‘জঙ্গিকে’ গ্রেপ্তারে সহায়তা চায় এটিইউ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীরের’ পলাতক ছয় সদস্যকে ধরিয়ে দিতে সহায়তা চেয়েছে পুলিশের বিশেষায়িত শাখা এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে সংস্থাটি। এতে পলাতক ছয় জনের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে।

হিযবুত তাহরীরের পলাতক ছয় সদস্য হলেন- আ. রহমান, শিবলী আহম্মেদ, মো. আবু জায়িদ, মো. ইমাদুল আমিন, মো. ফয়সাল ও হাফিজ আল রাজি। তাদের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে।

এটিইউ’র ফেসবুক পেজ এবং হটলাইন নম্বর ০১৩২০০২৬৯৯৯ ছাড়াও ‘ইনফরম এটিইউ’ মোবাইল অ্যাপ ব্যবহার করে নাম-পরিচয় গোপন রেখে পলাতকদের বিষয়ে তথ্য দেওয়া যাবে। সহায়তাকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে এটিইউ।

এ বিষয়ে এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান গণমাধ্যমকে বলেন, সরকার বিভিন্ন সময়ে আটটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে। এর মধ্যে ‘হিযবুত তাহরীর’ অন্যতম। সংগঠনটিকে ২০০৯ সালের ২২ অক্টোবর নিষিদ্ধ ঘোষণা করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি