শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


চান্দিনা মহাসড়কে প্রাণ গেল ২ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০২২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ( ১৮ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা ও পশ্চিম বেলাশহর এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চান্দিনার সাতবাড়িয়া গ্রামের সবজি ব্যবসায়ী আলফু মিয়া (৭০), বরিশাল জেলার ট্রাক হেলপার শরীফ (২৫)।

স্থানীয় সূত্র জানায়, সকালে মহাসড়কের পূর্ব বেলাশহর মেইলগেট এলাকায় মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামগামী অজ্ঞাত একটি প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই আলফু মিয়া নিহত হন। তিনি মেইলগেট এলাকায় সবজি ব্যবসা করতেন । একই সময়ে চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের নূরীতলা ব্রিজ এলাকায় উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাক হেলপার শরীফ নিহত হন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি