বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে অসহায় দরিদ্র শিক্ষার্থীর পাশে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মুরাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০২২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নে অসহায় হতদরিদ্র ৯ম শ্রেণির (নাম প্রকাশে অনিচ্ছুক) এক মেধাবী শিক্ষার্থীর পাশে এসে দাঁড়ালেন ইউনিয়নের সৌদি আরব প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত সংগঠন তালুকদার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সৈয়দ আব্দুল আউয়াল মুরাদ ।

জানা যায়, সাম্প্রতিক সময়ে সন্তানের পড়ালেখা চালিয়ে নেওয়ার জন্য একজন অসহায় মায়ের আকুতি মিনতি আবেদন জগমোহন পুর প্রবাসী ফোরাম এর মাধ্যমে সমাজের বিত্তশালীদের প্রতি লক্ষ্য করে, সামাজিক যোগাযোগ সাইটে ফেইসবুকে একটি মানবিক পোস্ট প্রচার করা হয়। পোস্টে একজন অসহায় দারিদ্র্য শিক্ষার্থীর পড়াশোনার একমাত্র সম্বল ছিলো মায়ের পরিশ্রম। কিন্তু বর্তমানে মায়ের শারীরিক অবস্থা ভালো না থাকায় কর্মক্ষম হয়ে পড়ে। এমতাবস্থায় মেয়ের স্বপ্ন পূরণ (এসএসসি পাস করা) পড়াশোনা চালিয়ে নেওয়ার বিষয়ে অসহায় মা সমাজের বিত্তশালীদের প্রতি মানবিক সহযোগিতা চেয়ে সকলের দ্বারে দ্বারে ঘুরছেন। এমনই দৃশ্য জগমোহনপুর প্রবাসী ফোরাম এর সংশ্লিষ্ট ব্যক্তিদের নজরে আসার পর ফেইসবুকে প্রচার করা হয়। এদিকে জগমোহন পুর প্রবাসী ফোরাম এর দেওয়া মানবিক পোস্টটি সমাজের বিত্তশালীদের নজরে আসার আগে সূদুর সৌদি আরবে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে জগমোহনপুর প্রবাসী ফোরাম এর দেওয়া মানবিক বার্তাটির প্রতি সাধুবাদ জানিয়ে উক্ত শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে নেওয়ার দায়িত্ব পালন করার আশ্বাস প্রদান করেন। এদিকে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সৈয়দ আব্দুল আউয়াল মুরাদ এমন মানবিক কর্মকান্ডে সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকে ব্যাপক প্রশংসনীয় আলোচনার ঝড় তুলে ।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি