ডেস্ক রিপোর্ট:
বরগুনা সদরের ক্রোক এলাকায় ১২২ কেজি হরিণের মাংসসহ ইঞ্জিন চালিত একটি ট্রলার জব্দ করেছে পুলিশ।
শনিবার (১৯ নভেম্বর) দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে এ মাংস জব্দ করা হয়।
পুলিশ জানান, শনিবার গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে দুপুর ১২টার দিকে খাকদোন নদীর ক্রক এলাকায় কবির নামের একজনের ট্রলার থেকে চারটি বস্তায় ১২২ কেজি হরিণের মাংস পাওয়া যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা ও মাংস ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ওই নৌকা থেকে মাংস জব্দ করা হয়।
বন বিভাগের বরগুনা রেঞ্জের অফিসার মতিয়ার রহমান জানান, জব্দকৃত হরিণের মাংস নষ্ট করে মাটি চাপা দেওয়া হবে।
বরগুনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, শনিবার দুপুরে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এজন্য কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের মাংস বরগুনা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। কবির নামে এক হরিণ শিকারিকে আসামি করে মামলা করা হয়েছে।