বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মরিচ ক্ষেতে পাওয়া গেল ৮০টি স্বর্ণের বার


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

যশোরের চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্ত থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার রাতে সীমান্তের শূন্যরেখার কাছে একটি মরিচ ক্ষেত থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন গতকাল শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, শনিবার রাতে টহলরত বিজিবি সদস্যরা মরিচ ক্ষেতের কাছে দুজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। এরপর বিজিবি সদস্যরা তাদেরকে অনুসরণ করতে থাকে। চোরাকারবারিরা বিষয়টি বুঝতে পেরে স্বর্ণের বারগুলো মাটি খুঁড়ে সেখানে লুকিয়ে রেখে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা মরিচের ক্ষেত তল্লাশি করে মাটি খুঁড়ে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেন। জব্দকৃত স্বর্ণের মূল্য ৮ কোটি ৩৫ লাখ টাকা। স্বর্ণ উদ্ধারের বিষয়ে চৌগাছা থানায় মামলা হয়েছে বলেও জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি