শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় সমাবেশে আগত ৫০ হাজার লোকের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় শনিবার ২৬ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এরই মাঝে বিভিন্ন এলাকা থেকে নগরীসহ আশপাশের এলাকায় হাজার হাজার নেতাকর্মী এবং সমর্থক অবস্থান নিয়েছে। বিশেষ করে হোটেল মোটেলসহ বিএনপি নেতাকর্মীদের বাড়ি-ঘর, সিনিয়র নেতাদের ভবন, ফ্ল্যাটে এসব নেতাকর্মীরা অবস্থান করছে।

এদিকে কুমিল্লা দক্ষিণ, মহানগর এবং উত্তর জেলা বিএনপির উদ্যোগে প্রায় ৫০ হাজার লোকের থাকা-খাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিএনপির করা বিগত সমাবেশগুলোতে নেতাকর্মীদের আসতে নানামুখী বাধা-বিপত্তি, দলীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি অভিযোগ ছিল। কিন্তু কুমিল্লায় বিএনপির সমাবেশকে ঘিরে এখন পর্যন্ত এমন কোনও অভিযোগ পাওয়া যায়নি।

নির্বিঘ্নে সমাবেশের প্রস্তুতির সকল কাজকর্ম করছে দলের নেতাকর্মীরা। কুমিল্লায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোন নেতাকর্মী আটকের তথ্য পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, স্বভাবিকভাবেই বিএনপি তাদের সমাবেশের কাজ করছে। কুমিল্লা জেলা পরিবহনের পক্ষ থেকেও কোন প্রকার অবরোধ নেই। কুমিল্লায় আওয়ামী লীগের শক্ত ঘাটি সত্ত্বেও আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কোন প্রকার প্রতিরোধের খবর পাওয়া যায়নি। এক প্রকার স্বাভাবিকভাবেই কুমিল্লায় সমাবেশের কাজ চালিয়ে যাচ্ছে বিএনপি।

এদিকে সমাবেশের দিন মাঠের দখল এবং নিজেদের আধিপত্য দেখাতে পাল্লা দিয়ে লোকের সমাগম ঘটাচ্ছে জেলা এবং মহানগর নেতারা। তাছাড়া বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু এবং নিজাম উদ্দিন কায়সারও ব্যাপক শো-ডাউন করতে পারে বলে শোনা যাচ্ছে। অপরদিকে মাঠের শৃঙ্খলা রক্ষায় দুই দিন আগে থেকে কুমিল্লায় অবস্থান করে সবকিছু তদারকি করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সমাবেশকে কেন্দ্র করে এরই মাঝে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি, মাঠ প্রস্তুত করণসহ সকল কাজ সম্পন্ন করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ একদল সিনিয়র নেতা সার্বিক বিষয়গুলো তদারকি করছে।

কুমিল্লা বিভাগীয় বিএনপির সমাবেশে কোন ধরনের প্রতিবন্ধকতা না থাকায় ব্যাপক লোক সমাগমের আশঙ্কা করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় ভোগান্তি ছাড়াই হাজার হাজার নেতাকর্মী সমাবেশে আসতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ। বিভাগীয় এ সমাবেশকে ঘিরে কুমিল্লায় বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, আমরা ৫০ হাজার লোকের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, সমাবেশে আগত কোন নেতাকর্মী যেন কোন প্রকার ভোগান্তির শিকার না হয়, সে বিষয়টি খেয়াল রাখছি। তিনি বলেন, ইতিমধ্যে নগরীসহ আশপাশের এলাকাগুলোতে হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছে, আমরা তাদের আপ্যায়ন এবং সকল সুবিধা নিশ্চিত করতে কাজ করছি।

নেতাকর্মীরা কোন কোন এলাকায় জড়ো হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশি হয়রানিসহ নানা ঝামেলা এড়াতে এই মূহুর্তে তা আমরা প্রকাশ করছি না। তবে সময়মতো কুমিল্লার টাউন হল মাঠসহ প্রতিটি সড়ক লোকে লোকারণ্য হয়ে যাবে।

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার বলেন, আমার ১০ হাজার কর্মী-সমর্থক সমাবেশে যোগ দেবে, এরই মধ্যে আমি তাদের আপ্যায়নসহ সকল কিছু তদারকি করছি, তবে শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোন কাজ কর্মী-সমর্থকরা করবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি